রবিবার, ৪ আগস্ট, ২০১৩

কল ব্লক না করেও শিক্ষা দিন বিরক্তিকর কলারকে

অনেক সময় আমাদের মোবাইল এ বিরক্তিকর কল আসে। সেটা বন্ধ করতে আমরা বেছে নেই কল ব্লক সার্ভিস। সে জন্য অপারেটররা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেয়। এমনকি আমরা বিভিন্ন প্রকার কল ব্লক সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকেই এই ২ টি পদ্ধতির কনটাই ব্যবহার করতে পারিনা বা চাইনা। তাই এইসব ঝামেলায় না গিয়ে আপনাদের একটা সহজ টিপস দেব।
আপনারা অনেকেই হয়ত এটা জানলেও জানতে পারেন । চলুন দেখে আসি কিভাবে এটা করবেন ।
*** জিপি, রবি, বাংলালিংক এবং এয়ারটেল গ্রহকদের জন্য ***
প্রথমে আপনি আপনার মোবাইল এর call divert অপশন এ জান (voice call) ।
তারপর সেখান থেকে Divert when busy / If busy তে চাপুন এবং Activate চাপুন ।
তারপর To other number এ নিচের অপারেটর অনুসারে নাম্বার বসিয়ে দিন এবং Ok চাপুন । বাস আপনার কাজ শেষ ।
ক) জিপি এর জন্য – ১২৬৬
খ) রবি এর জন্য – ৮১২১
গ) বাংলালিংক এর জন্য – ৭৭০
ঘ) এয়ারটেল এর জন্য – ৭৮৯
** সিটিসেল এবং টেলিটক গ্রাহকরা তাদের voice mail নাম্বার বাবহার করে ট্রাই করে দেখেন হতেউ পারে ।
এবার ফলাফলঃ
এখন যে কলার ই আপানাকে call করুক না কেন, আপনি শুধু call টা কেটে দিন । এখন যে আপনাকে call করেছে তার ১২টা বাজতে শুরু করেছে । অর্থাৎ তার মোবাইল এ Call টা রিসিভ হয়ে গ্যাসে । ভয় নেই, আপনার টাকা কাটবেনা। আমার কথা বিশ্বাস না হলে হাতের কাছের মোবাইল টা দিয়ে ট্রাই করে দেখুন ।
**cancel করতে Divert when busy / If busy তে গিয়ে cancel চাপুন ।
<সংগৃহীত>

সোমবার, ১৫ জুলাই, ২০১৩

উইন্ডোজ ৮ জেনুইন করুন

উইন্ডোজ ৮ জেনুইন করুন নিচের লিঙ্ক থেকে প্যাচ-কি টি ডাউনলোড করে প্রথমে Extract করে নিন। তারপর Video টি দেখে শিখে নিন। তারপর কাজ করুন।

তাহলে প্যাচটি নিয়ে নেন এখান থেকে।

http://www.mediafire.com/download/x67mt0bhh9mu65y/w8_%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD.rar

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

আপনার গ্রামিন ফোন এবং অনন্যা মডেমে চালান টেলিটাক 3G Internet

আপনার গ্রামিন ফোন এবং অনন্যা মডেমে চালান টেলিটাক 3G Internet


আপনার এলাকায় যদি টেলিটক এর 3G কভারেজ থাকে, তাহলে বেশি টাকা দিয়ে খুব জঘন্য স্পিডের ইন্টারনেট কেন চালাবেন? GP তে GB এর দাম ৩৫০ টাকা, অন্যান্য অপারেটরেও এরকম। অথচ টেলিটক ২৫০ টাকায় 1GB তাও আবার ৫১২ স্পিডে Waimax প্রোভাইডার রাও অনেক ঝামেলা করে

আমি এই টিউনে দেখাব কিভাবে টেলিটক 3G ইন্টারনেট চালাবেন গ্রামিন ফোন মডেমে

-
আপনি টেলিটক এর যেকোন 3G ইন্টারনেট পেকেজ একটিভ করুন

-
আপনার টেলিটক সিম গ্রামিন ফোন মডেমে লাগান।

- GrameenPhone Internet
কানেক্ট করার সফটয়ার টা ওপেন করুন

-
এবার Tools থাকে Options e যান

- Network Settings
ক্লিক করুন

-
এবার Mode preference থেকে 3G Only সিলেক্ট করুন

- Ok
দিয়ে বের হয়ে আসুন, এবার কানেট করুন। কাজ শেষ 

- Gp
মোডেম এর ক্ষেত্রে অন্য কোন সেটিংস চেঞ্জ করার দরকার নেই।

সুত্রঃ ফেসবুক থেকে সংগ্রহ

রবিবার, ৯ জুন, ২০১৩

Internet_Download_Manager_v6.15_final with Patch

 যারা যারা ইন্টারনেটে ডাউনলোড নিয়ে ঝামেলায় আছেন অথবা IDM এর Serial চায় তাদের জন্য নিয়ে এলাম Internet_Download_Manager_v6.15_final with Patch.  আলটিমেট সমাধান।

নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে আনজিপ করে ইনস্টল করে নিন। এবং Patch ইনস্টল করে নিন। কাজ শেষ।
সাবধানঃ কখনও আপডেট দিবেন না।

Internet_Download_Manager_v6.15_final
http://www.mediafire.com/download/ek43rdb1z1ql3ia/Internet_Download_Manager_v6.15_final_Build.rar

বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৩

বুধবার, ৫ জুন, ২০১৩

এন্টিভাইরাস নিন একেবারেই বিনা মূল্যে


অ্যাভাস্ট
বিনা মূল্যে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্টিভাইরাস ব্যবহার করা যায়। তবে এসব ক্ষেত্রে রয়েছে বেশ কিছু ভিন্নতা। সম্পূর্ণ বিনা মূল্যে ঘরোয়া ব্যবহারকারীদের অ্যান্টিভাইরাস অ্যাভাস্টের রয়েছে বিশেষ সুবিধা। এই অ্যান্টিভাইরাস নামিয়ে নিয়ে (ডাউনলোড) এটি ব্যবহারের জন্য এক বছরের লাইসেন্স নম্বর পাওয়া যায় বিনা মূল্যে। এ লাইসেন্স নম্বরের জন্য নাম, ই-মেইল ঠিকানা ইত্যাদি দিয়ে নিবন্ধন করলেই চলে। অ্যাভাস্টের মাধ্যমে হার্ডডিস্কে থাকা ফাইল থেকে শুরু করে ইন্টারনেট, ই-মেইল ও ইনস্ট্যান্ট মেসেজ থেকে আসা বিভিন্ন ক্ষতিকর ফাইল ও লিংক থেকে রক্ষা পাওয়া যায়। এতে রয়েছে ‘রিয়েল টাইম অ্যান্টিরুটকিট প্রটেকশন’ এবং উন্নত অ্যান্টিস্পাইওয়্যার ইঞ্জিন। অ্যাভাস্টে যুক্ত নতুন একটি সুবিধা হচ্ছে হিউরিস্টিক ইঞ্জিন। এটি পরিচিত ভাইরাসগুলোর পাশাপাশি যেসব ভাইরাস এখনো শনাক্ত হয়নি, সেগুলোকেও আটকে দিতে (ব্লক) পারে।অ্যাভাস্ট নামানো যাবে এখান থেকে।

অ্যাভিরা 
প্রচলিত ভাইরাসগুলো থেকে কম্পিউটারকে মুক্ত রাখতে অ্যাভিরা বেশ কার্যকর। এতে বুট-আপ স্ক্যান ছাড়াও রয়েছে ইচ্ছেমতো স্ক্যান করার সুবিধা। রয়েছে ওয়ান-ক্লিক রিমুভাল পদ্ধতি। অন্যান্য অ্যান্টিভাইরাসের ইনস্টলের পর পিসি পুনরায় চালু করার প্রয়োজন হলেও এতে তার দরকার হয় না। এর মাধ্যমে ভাইরাস, ট্রোজান, ওয়ার্ম, ম্যালওয়্যার, স্পাইওয়্যার ইত্যাদি শনাক্ত করা যায়। অ্যাভিরা নামানো যাবে এখান থেকে। 

এভিজি
একইভাবে সম্পূর্ণ বিনা মূল্যে ব্যবহার করা যাবে এভিজি অ্যান্টিভাইরাস। ভাইরাস শনাক্তকরণে এভিজি অ্যান্টিভাইরাস বেশ কিছু ল্যাবের প্রতিবেদনে ভালো ফল করেছে। ম্যালওয়্যার দূর করতেও এভিজি বেশ কার্যকর। এতে রয়েছে অন-অ্যাকসেস ব্যবস্থা, যার মাধ্যমে সার্বক্ষণিক পিসির নিরাপত্তা নিশ্চিত করা যায়। বিনা মূল্যের অ্যান্টিভাইরাসগুলোর মধ্যে এভিজি পেয়েছে ম্যালওয়্যার শনাক্তকরণে প্লাটিনাম অ্যান্টিম্যালওয়্যার সনদ। এটি নামানে যাবে এখান থেকে। 

প্যান্ডা ক্লাউড
বিনা মূল্যে ব্যবহার করা যায় প্যান্ডা ক্লাউড।ক্লাউডভিত্তিক হওয়ায় এ অ্যান্টিভাইরাস কম্পিউটারের প্রসেসরের শক্তি খরচ করে না। ভাইরাস, ট্রোজান, স্পাইওয়্যার রোধে প্যান্ডা বেশ কার্যকর। এর বিনা মূল্যের সংস্করণ অলাভজনক সংস্থা, বেসরকারি সংস্থা, ব্যক্তিগত এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন।বিনা মূল্যের সংস্করণটি নামানো যাবে এখান থেকে।

কমোডো
কমোডো অ্যান্টিভাইরাস সাধারণ কম্পিউটারে ব্যবহারের ক্ষেত্রে এতেও রয়েছে দারুণ কিছু বৈশিষ্ট্য, যার মাধ্যমে নিরাপদ থাকবে কম্পিউটার। এটি পাওয়া যাবে এই ঠিকানায়। 

বুধবার, ২৯ মে, ২০১৩

পিসিতে মোবাইলের মতো এলার্ম সেট করুন।

আপনি কি পিসিতে মোবাইলের মত এলার্ম সেট করতে চান তাহলে নিয়ে নিন আমার কাছ থেকে এই এলার্ম ঘড়ি
ডাউনলোড লিঙ্কঃ
http://www.mediafire.com/#54bqbjowlfub3